আলোকদিয়া ইউনিয়ন পরিষদের অবস্থানঃ-
টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর উপজেলার ১ কিঃ মিঃ দক্ষিণে ১৮টি গ্রাম নিয়ে আলোকদিয়া ইউনিয়ন গঠিত।ইউনিয়নের ৬০ ভাগ পাহাড় ও ৪০ ভাগ নীচু এলাকা নিয়ে আলোকদিয়া ইউনিয়ন গঠিত হয়।
আলোকদিয়ার সীমা-রেখাঃ-
আলোকদিয়া ইউনিয়নের উত্তরে মধুপুর পৌরসভা, দক্ষিণে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন, পূর্বে আউশনারা ইউনিয়ন ও পশ্চিমে গোপালপুর উপজেলার ধোপাখালী ইউনিয়ন ও মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন। আলোকদিয়া ইউনিয়নের নীচু এলাকার মধ্য দিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইল মহা সড়ক চলে গিয়েছে।
আয়তনঃ-
৩৮.২৮ বঃ কিঃ মিঃ এলাকা নিয়ে অত্র ইউনিয়ন গঠিত।
অর্থকরী ফসলঃ-
ধান,পাট,কাঁঠাল,আনারস,কলা,আম,হলুদ,আদা ইত্যাদি। পাহাড়ী অঞ্চল হলেও খাদ্য স্বয়ং সম্পূর্ণই শুধু নয়, উদ্বৃত্ত বটে। যার কৃতিত্ব সফল খাদ্য মন্ত্রী, মাটি ও মানুষের সঙ্গে যার সম্পর্ক প্রধান মন্ত্রীর বিশ্বস্ত সহচর ড. আব্দুর রাজ্জাক মহোদয়ের।
লোকসংখ্যাঃ-
২০১১ সালের আদম শুমারী অনুযায়ী লোকসংখ্যা ৪১,৬৭২ জন। শিক্ষার হার প্রায় ৮৫ ভাগ। দরিদ্র সীমার নীচে বাস করে প্রায় ১৭ ভাগ। ভূমিহীনের সংখ্যা ১.৩%, সক্ষম সম্পত্তির সংখ্যা ৮৫৩১ জন এবং জন্ম নিয়ন্ত্রনের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছেন ৬২১১ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS