Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

সংক্ষেপে আলোকদিয়া ইউনিয়নের ভৌগোলিক অবস্থান পরিচিতিঃ

বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার একটি দেশ, যা ২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং ৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এই দেশটির পশ্চিম, উত্তর, আর পূর্ব সীমান্ত জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূবে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বদিকে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। ভূতাত্ত্বিকভাবে, দেশটি থেকে উত্তর দিকে রয়েছে সুউচ্চ হিমালয় পার্বত্যাঞ্চল, যেখান থেকে বরফগলা পানির প্রবাহে সৃষ্ট বড় বড় নদী (গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ইত্যাদি)। বাংলাদেশের ভিতর দিয়ে প্রবহমান এবং নদীগুলো গিয়ে বঙ্গপোসাগরে পতিত হয়েছে।


০৭ নং আলোকদিয়া ইউনিয়ন ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অর্ন্তগত মধুপু উপজেলার দক্ষিণ সীমানা ঘেষে অবস্থিত। এর পূর্বে মধুপুর উপজেলার কুড়ালিয়া এবং ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন অবস্থিত। পশ্চিমে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন এবং মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন অবস্থিত। উত্তরে রয়েছে মধুপুর পৌরসভা এবং দক্ষিণে ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ও দেউলাবাড়ী ইউনিয়ন ।